সনু নিগাম কত গানে যে সুর দিয়েছেন তার হিসাব নেই। গুনতে গেলে হাজারের উপর। সঙ্গীতশিল্পী যশু দাস গেয়েছেন রেকর্ড সংখ্যক ৭৫ হাজার গান। অন্যদিকে কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকের কথা যদি বলি তার গানের সংখ্যা কত? উত্তর নির্দিষ্ট না হলেও তার বন্ধুমহল ও সহশিল্পীদের মতে এই সংখ্যা পাঁচশোরও কম।
কিন্তু কেকের গানের সংখ্যা এত কম কেন? বেছে গান করার পেছনে কারণগুলো কী?
চাকচিক্য থেকে দূরে থাকা
চাকচিক্য বরাবরই অপছন্দ ছিল কেকের। তিনি কোনো পার্টিতে যেতে পছন্দ করতেন না। যে গানে তিনি আনন্দ পান সেই গান গাইতেন। অবসরে আবার একলা থাকতেন। এমন নয় যে তার বন্ধু-বান্ধব ছিল না। গায়ক শান ও সনু নিগামকে তার সমসাময়িকই বলা চলে। তবে তিনি তাদের সাথে ঘণ্টার পর ঘণ্টা পার্টি করতেন না।