বুধবার বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৯:৩০

আগামী বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজিং সাইট ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আইকনিক এই ব্রাউজারটি বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এর ফলে চলতি সপ্তাহে শেষ হচ্ছে ব্রাউজারটির ২৭ বছরের পথযাত্রা।


২০২১ সালের অগাস্ট থেকেই ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দেওয়ার কথা চলছিল। এ বার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মাইক্রোসফট।


মাইক্রোসফট তাদের ব্লগে পোস্টে জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যত ‘মাইক্রোসফট এজ’। প্রতিষ্ঠানটি জানায়, তাদের এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরারের তুলনায় দ্রুতগতির, আরো নিরাপদ এবং আরো আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দেয়।


প্রথমে ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট। ২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার। তবে ফায়ার ফক্স, ক্রোমের এই যুগে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us