সন্তানকে ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা অভিভাবকরা মুগ্ধ হয়েছেন ছাত্রলীগের কাজে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক ডজন সুবিধার ব্যবস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে খুশি অভিভাবকরা। আর নেতারা বলছেন, এসব সহায়তার মধ্য দিয়ে ছাত্রলীগ শুভ কাজের উদ্বোধন করেছে।
গত ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময়ে সহায়তা কেন্দ্র, বাইক সার্ভিস, অভিভাবক ছাউনি, মোবাইল টয়লেট, স্বাস্থ্যসেবা ও চায়ের আপ্যায়নসহ নানান ধরনের সহায়তার ব্যবস্থা করে ছাত্রলীগ।