অনলাইন অডিও ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হিসেবে জুম অ্যাপ ব্যবহার হচ্ছে পুরো বিশ্বে। করোনাকালীন ওয়ার্ক ফ্রম হোম ও স্কুল-কলেজের অনলাইন ক্লাসের দৌলতে জুমের জনপ্রিয়তা লাফিয়ে বেড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেকেই দেশ বিদেশে মিটিংয়ে ব্যবহার করছেন এই অ্যাপটি।
এবার এই অ্যাপটিকেই টার্গেট করছে হ্যাকাররা। যদি এই অ্যাপটি আপনার ফোন বা কম্পিউটারে থেকে থাকে তাহলে তাকে ব্যবহার করে হ্যাকাররা ম্যালওয়ার ইনস্টল করে দিতে পারে। সতর্ক করছেন গুগল প্রজেক্ট জিরোর বিশেষজ্ঞরা।