সুরমার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপরে, সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

সমকাল প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১১:৩০

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন দেশে ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। সোমবার সকাল ৯টার দিকে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কূল উপচে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। এতে নদী তীরের বাসিন্দারা দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন। এদিকে সোমবার সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সড়কে পানি উঠে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us