২৫ বোতল ফেনসিডিল নিয়ে আটক, যুবকের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৮:৫৫

কুষ্টিয়ায় মাদক মামলায় সুজন মণ্ডল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুজন আদালতে উপস্থিত ছিলেন না।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের মৃত সাদেক মণ্ডলের ছেলে।



মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই সকালে দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামের পশ্চিমপাড়ায় ঈদগাহ ময়দানের সামনে মাদকবিরোধী অভিযানে সুজন মণ্ডল আটক হয়। পরে তার থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয়। বস্তায় ২৫ বোতল ফেনসিডিল মিলে। এ ঘটনায় একইদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us