দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের আগে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ওই সিরিজের পর শরিফুল শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন চট্টগ্রাম টেস্টে। দু’জন আবার মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে টি-২০ ও ওয়ানডে সিরিজে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তারা।
রোববার প্রথম বোলিং শুরু করেছেন বাঁ-হাতি দীর্ঘদেহি পেসার শরিফুল। প্রথমদিনই তিনি ৬০-৭০ ভাগ রিদমে বোলিং করতে পেরেছেন। দ্রুতই পুরোপুরে রিদমে ফেরার ব্যাপারে আশাবাদী সর্বশেষ সিরিজগুলোতে লাইন-লেন্থ মেনে দারুণ বোলিং করা এই পেসার। তাসকিন বোলিংয়ে ফিরেছেন আরও আগে। তিনি শতভাগ রিদমে ফেরার কাছাকাছি।