মসৃণ চুলের জন্য বাড়িতেই বানান ডিপ কন্ডিশনিং

সমকাল প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৫:১১

চুলের রুক্ষতা দূর করার জন্য নিয়মিত শ্যাম্পু, আর কন্ডিশনিং করাই শেষ কথা নয়। শুষ্ক চুলের জন্য দরকার ডিপ কন্ডিশনিং। স্বাভাবিক চুল আর তেলতেলে চুলেও সপ্তাহে একবার বা দুই সপ্তাহ পর পর একবার ডিপ কন্ডিশনিং করালে চুলের ঝলমলেভাব বজায় থাকে, চুল মজবুতও হয় গোড়া থেকে।


বাড়িতে ডিপ কন্ডিশনিং তৈরি করবেন যেভাবে-


টক দই : হাতের কাছে সহজে পাওয়া যায় এমন তালিকার উপরদিকেই রয়েছে টক দই। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিডমাথার তালুতে জমে থাকা সমস্ত তেলময়লা সরিয়ে দেয় আর সেই সঙ্গেই প্রতিটি চুল কোমল আর মসৃণ করে তোলে। যাদের চুল তেলতেলে ধরনের, তারা চুলে ডিপ কন্ডিশনিং করতে চাইলে টক দই বেছে নিতে পারেন। এতে চুলে উজ্জ্বলতা বাড়বে, খুশকির সমস্যাও থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us