এ বছর এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এবার এতসংখ্যক পরীক্ষার্থী কমেছে কেন, তার ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এর ব্যাখ্যা দেন।
করোনাকালে বিপুল সংখ্যক মেয়ে শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পাওয়া যায়। সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী কমার বিষয়টি জানার পর অনেকের প্রশ্ন জাগে, তাহলে কি একারণেই এবছর এত সংখ্যক পরীক্ষার্থী কমলো। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের পরিসংখ্যান তা বলছে না। আমাদের পরিসংখ্যানে ছেলেদের তুলনায় এবছর মেয়ে শিক্ষার্থী বেশি।’