এইতো বছর কয়েক আগেও আর্জেন্টিনা ছিল তীরে এসে তরী ডোবানো একটি দল। টানা তিনটি ফাইনালে পরাজিত হয়েছিলো দক্ষিণ আমেরিকার দলটি। অথচ সেই তারাই এখন টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। শেষ এক বছরে মেসিরা জিতেছে কোপা আমেরিকা আর ফিনালিসিমা শিরোপা।
দলের এমন অনবদ্য পারফরম্যান্সের সবচেয়ে বড় কারণ দলের প্রতি খেলোয়াড়দের নিবেদন আর ঐক্য। যার বড় কৃতিত্ব দলকে এক সুতোয় গাথা কোচ লিওনেল স্কালোনির। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই জানালেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তিনি জানান, স্কালোনি বললে আর্জেন্টিনার দিনটাও নাকি রাত হয়ে যায়! স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডি পল।