পোল্যান্ডসহ নিজেদের পূর্ব দিকে শক্তিবৃদ্ধি করছে নেটো। যার উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এ খবর জানায়।
গত কয়েক বছর ধরেই পশ্চিমা সামরিক জোট নেটো তাদের তাদের পূর্ব অংশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছিল। সংস্থাটি থেকে বুলগেরিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় নানা দেশের সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছিল। পূর্ব অংশ অর্থাৎ, উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে কৃষ্ণ সাগর পর্যন্ত আরো বেশি করে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।