২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ১০ শতাংশ হারে অগ্রিম করারোপ করা হয়েছে। এ ছাড়া অপটিক্যাল ফাইবার কেব্ল আমদানিতে আরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার যাদের ওপরই বাড়তি করারোপ করুক না কেন, তা শেষমেশ গ্রাহকের পকেট থেকেই যাবে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশে বর্তমানে অপটিক্যাল ফাইবার কেব্ল তৈরির কারখানা গড়ে উঠেছে। এটি আমদানিতে ১৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান। তাই দেশীয় শিল্প রক্ষায় অপটিক্যাল ফাইবার কেব্ল আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা যেতে পারে।