মহানবীকে (সা.) কটূক্তি ভারতে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, আটক ২১

সমকাল প্রকাশিত: ১১ জুন ২০২২, ১২:৪২

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের জেরে গতকাল শুক্রবারও দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অন্যতম বৃহত্তম মসজিদ দিল্লি জামে মসজিদসহ বেশ কয়েকটি রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে বাদ জুমা মিছিল বের করেন মুসল্লিরা।


এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিচার্জ করে পুলিশ। এতে আন্দোলনকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। কয়েকটি শহরে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২১ জনকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।



জুমার নামাজ শেষ হতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লি, কলকাতা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে। এ সময় মহানবীকে (সা.) কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মুসল্লিরা। এর মধ্যে দিল্লি জামে মসজিদের শাহি ইমাম বলেন, পূর্বঘোষণা ছাড়াই বাদ জুমা বিক্ষোভের ডাক দেওয়া হয়। মুসল্লিরা ঘণ্টাব্যাপী প্রতিবাদী স্লোগান দেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us