৪৫ দম্পতির মুখে হাসি সুনামগঞ্জে বিচারকের প্রশংসনীয় রায়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ জুন ২০২২, ১১:২২

দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। সামাজিক ও অর্থনৈতিক খাতে নারীদের অংশগ্রহণ ও উন্নতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু সেই তুলনায় নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনাও বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশেষ করে পারিবারিক ও দাম্পত্য কলহের ভুক্তভোগী হচ্ছেন নারীরা।


উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত—সবখানেই বেড়েছে বিচ্ছেদের হার। ভুক্তভোগীরা আদালতে শরণাপন্ন হওয়ার কারণে বাড়ছে মামলার জট। পারিবারিক বিভক্তি তৈরি হওয়া থেকে শুরু করে সামাজিকভাবে এর নানা নেতিবাচক প্রভাবও লক্ষণীয়। এমন পরিস্থিতিতে সুনামগঞ্জের এক বিচারক অসাধারণ ভূমিকা রাখলেন। আপসের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে সংসার জোড়া লাগিয়ে দিয়ে ৪৫ দম্পতির মুখে হাসি ফোটালেন তিনি।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, যৌতুক, নির্যাতনসহ ছোটখাটো পারিবারিক ঝামেলা নিয়ে স্বামীদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা করেছিলেন ভুক্তভোগী ৪৫ নারী। ফলে তাঁদের অনেকেই স্বামীর সংসার ছেড়ে বাবাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us