ব্যাপক ভোট জালিয়াতির ভিত্তিহীন দাবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর মেয়ে ইভাঙ্কার ওপর চটেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ক্যাপিটল দাঙ্গার ঘটনায় বৃহস্পতিবার এক তদন্ত শুনানিতে ইভাঙ্কার আগে না দেখা একটি ভিডিও দেখানো হয়। এতে তিনি জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন। ডেমোক্র্যাটরা বলছেন কংগ্রেসে সংঘবদ্ধ দলের আক্রমণের ঘটনাটি ট্রাম্পের এক মাস ধরে অভ্যুত্থানের চেষ্টার চূড়ান্ত পরিণতি।
৬ জানুয়ারি ২০২১ সালের দাঙ্গা নিয়ে সাক্ষ্য এবং গ্রাফিক ফুটেজ বৃহস্পতিবার টেলিভিশনে প্রচার করে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সিলেক্ট কমিটি। টিভি নেটওয়ার্কে তা দেখেছেন প্রায় দুই কোটি দর্শক। এতে সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বারের স্বাক্ষ্য দেখানো হয়। তাতে দেখা যায়, তিনি বারবার ট্রাম্পকে বলেছেন ব্যাপক ভোট জালিয়াতির যে অভিযোগ ট্রাম্প তুলেছেন তা ঠিক নয় আর তিনি নির্বাচনে হেরেছেন।