মারিউপোলে প্রাণঘাতী কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কা

সমকাল প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৮:৩১

প্রাণঘাতী কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের মারিউপোল শহরে। সেখানে নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।



ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেগুলো সমাহিত করা হয়নি। এসব কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। খবর বিবিসির।ইউক্রেনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু কলেরা নয়, অন্য সংক্রমক ব্যধিও মারিউপোলে হানা দিয়েছে। কিন্তু দখলদাররা (রুশ সেনারা) সেগুলো গোপন রাখছে।


তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি ঠিকমতো সেখানকার মানুষ চিকিৎসা না পান তাহলে আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে  মারা যাবেন।এদিকে ইউক্রেনের মারিউপোলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে রাশিয়া।জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারিউপোলের প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার জন্য মারিউপোলটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ফলে এ শহরটি দখল করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে রুশ বাহিনী। তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। পুরো শহর জুড়ে এখন শুধুমাত্র ধ্বংসযজ্ঞের ছাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us