মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় সঞ্চালক ও পাকিস্তানি জাতীয় সংসদের প্রাক্তন সদস্য আমির লিয়াকত হুসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।
আমির লিয়াকত পেশায় একজন সঞ্চালক হলেও আমাদের মধ্যে অনেকেই তাকে সামাজিক মাধ্যমে বহুবার শেয়ার করা এক ভিডিও থেকে চিনি।
জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার করাচিতে অবস্থিত খুদাদ কলোনিতে নিজের বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় আমিরকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার রাতেই অসুস্থ বোধ করছিলেন আমির। কিন্তু হাসপাতালে যেতে চাননি।
অপর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার পারভেজ আসরাফ। আমিরের প্রয়াণে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত সংসদের অধিবেশন স্থগিত করা হয়।