পূজা সরকার প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৮:১১

বিজ্ঞানী পূজা সরকার প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের মাস্টার্সের ফল যেদিন বেরোল, তখন ছয় বছর বয়সে মাকে হারানো পূজা সরকারের আত্মীয়স্বজন কত খুশিই না হয়েছিলেন! পূজার মা ক্যানসারে আক্রান্ত ছিলেন। মা মারা গেলেন। ছয় বছরের পূজা সেদিন অনেক কেঁদেছিলেন। মা আর আসবেন না? মা কি আর কোনো দিন আসবেন না?


‘ফিজিকসে ফার্স্ট ক্লাস ফার্স্ট’ পূজা পরমাণু শক্তি কমিশনে চাকরিতে যোগ দিলেন। সে–ও তো আরেক গৌরবের ঘটনা। তাঁর সাফল্যের মুকুটে আরেকটা পালক। দুই বছর আগে, কোভিডের আগে আগে, পূজার বিয়ে হয় চিকিৎসক তন্ময় মজুমদারের সঙ্গে। পূজার সঙ্গে তন্ময়ের ভালোবাসার সম্পর্ক বিয়ের আগে সাত বছর। বিয়ের পর নতুন সমস্যা। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করা স্বামী তন্ময় মজুমদার পোস্টিং পেয়েছেন পিরোজপুরে। আর পূজা থাকেন সাভারের পরমাণু শক্তি কমিশনের সরকারি কোয়ার্টারে। বহু চেষ্টা-তদবির করে শেষে মানিকগঞ্জের কর্নেল মালেক হাসপাতালে বদলি হতে পারলেন ডা. তন্ময় মজুমদার। পূজা সরকারের মেসো সুব্রত নন্দী, যিনি কানাডার টরন্টোতে থাকেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ‌্যালয় থেকে বেরোনো কৃষিবিজ্ঞানী, তাঁর ফেসবুক থেকে এসব তথ্য আমরা জানতে পারছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us