রেল অবরোধের জেরে আটকে গেল ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। প্রায় আড়াই ঘণ্টা রানাঘাট- গেদে শাখায় তারকনগর হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক। তাঁর আশ্বাসে অবরোধ উঠলে আবার ট্রেন চলাচল শুরু হয়।
স্থানীয় মানুষের দাবি, তারকনগর হল্টে রেলগেট তৈরি করতে হবে। নিজেদের যাতায়াতের জন্য অস্থায়ীভাবে তাঁরা বাঁশ দিয়ে ঘিরে রেলগেট বানিয়েছিলেন। কিন্তু রেল সেটাকে বন্ধ করে দেয়। এর ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে দাবি এলাকাবাসীর। শনিবার ১০-১২টি গ্রামের বাসিন্দারা রেল লাইনে অবরোধ শুরু করেন। এঁরা সবাই মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই অবরোধের ফলে রানাঘাট- গেদে শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই অবরোধের জেরে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে কল্যাণী স্টেশনের কাছে।