গাঁজা চাষ বৈধ ঘোষণা করল থাইল্যান্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১৭:২৯

নিষিদ্ধ মাদকের তালিকা থেকে গাঁজা বাদ দিয়েছে থাইল্যান্ড। এখন থেকে দেশটিতে বাড়িতে গাঁজা চাষ এবং বিক্রির ওপর আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইনের জন্য পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে থাইল্যান্ডই প্রথম দেশ হিসাবে এমন পদক্ষেপ নিল বলে জানিয়েছে বিবিসি।


তবে নেশাজাতীয় দ্রব্য হিসেবে গাঁজার বিনোদোনমূলক ব্যবহার এখনও নিষিদ্ধই রাখছে থাইল্যান্ড। যদিও অধিবক্তারা বলছেন, গাঁজা চাষ বৈধতা পাওয়ার মানেই হচ্ছে, তা আর অপরাধ বলে গণ্য হবে না।


থাইল্যান্ড সরকারের আশা, তাদের নেওয়া পদক্ষেপে স্থানীয়ভাবে গাঁজার বাণিজ্য বেড়ে দেশের কৃষি ও পর্যটন খাতের প্রসার ঘটবে।


গাঁজা চাষে জনগণকে আগ্রহী করতে বিনা মূল্যে ১০ লাখ বীজও বিতরণ করছে থাই সরকার।


দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চারনভিরাকুল গত মাসেই বলেছেন, গাঁজা থেকে আয় করার জন্য দেশ ও দেশের জনগণের জন্য এটিই সুযোগ।



 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us