ঢাকার জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের নেতা মিজানুর রহমানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর থানা পুলিশ তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়ার কথা জানান ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “থানা পুলিশ হেফাজতে নিলেও তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আমরা যাচাই-বাছাই করছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদও মিজানকে আটকের কথা জানান।
পুলিশের ওপর হামলার ঘটনাটি ডিবি তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, “তাকে (মিজান) ডিবি নিয়ে গেছে। তবে এই মামলায় দুপুর পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।”