অফিসে সারা দিন কাজের চাপে দম ফেলার ফুরসত নেই। এর মধ্যেই আবার অফিস শেষে সন্ধ্যায় যেতে হবে বন্ধুর বাড়ি দাওয়াতে। ব্যস্ততার অজুহাতে কখনো হয়তো অফিস শেষে এসব নিমন্ত্রণ এড়িয়ে যাওয়া হয়। তবে সব সময় তো আর সবাইকে ‘না’ বলা যায় না। সামাজিকতা বলেও যে একটা বিষয় থাকে।
অফিস শেষে যদি দাওয়াতে যেতে হয়, তাহলে প্রস্তুতিটা একটু আগে থেকেই নেওয়া ভালো। ব্যাগে রাখলেন প্রয়োজনীয় কিছু মেকআপ কিট। দরকার হলে অফিসে যাওয়ার সময় শাড়ি বা পোশাকটাও আলাদা একটা ব্যাগে নিয়ে নিন। অফিস শেষে ওয়াশরুমে গিয়ে ঝটপট সাজ বদলে ফেলেন। আবার সম্ভব হলে সকালে বাড়ি থেকেই পোশাক পরে নিতে পারেন, সঙ্গে থাকল হালকা সাজ। তাহলে দাওয়াতে যাওয়ার আগে কেবল টাচআপ করে নিলেই হবে।