দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই সংলাপ শুরু হয়েছে।
এবারের সংলাপে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, প্রধান বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি।