দীর্ঘ দিন ধরে ছন্দে নেই বিরাট কোহলি। এক সময়কার ‘রান মেশিনকে’ ইদানীং প্রতিটি রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।
সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। তিন ম্যাচে মেরেছেন ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই ০ রানে আউট)।
তবে কোহলির রানে ফেরা নিয়ে সাবেক রথী-মহারথীদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। অনেকের মতো পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।