মারাত্মক জ্বালানি সংকটের মুখে পাকিস্তান সাশ্রয়ী পরিকল্পনার আওতায় দেশের বিদ্যুৎ এবং জ্বালানির ব্যবহার কমাতে কর্মসপ্তাহ ছয়দিন থেকে কমিয়ে ফের পাঁচ দিনে ফিরে যাচ্ছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব মঙ্গলবার জানান, মন্ত্রিসভা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রোববারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটির দিন বহাল রাখার অনুমোদন দিয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি… জ্বালানি সাশ্রয়ের জন্য আমাদের মরিয়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিদ্যুৎ বাঁচাতে আমাদের প্রতিটি বিকল্প পথই নেওয়া প্রয়োজন।”
গত এপ্রিল মাসে পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার দিনই শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন।
দেশে উৎপাদন বাড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু কর্মদিবস একদিন বাড়ানোর কারণে সরকারি কার্যালয় এবং কর্মীদের বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারও অনেকাংশে বেড়ে যায়।