উত্তর কোরিয়া ‘যে কোনও সময়’ সপ্তমবারের মত পরমাণু অস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
গত রোববার উত্তর কোরিয়া একদিনে রেকর্ড ৮ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর পরই যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি সাং কিম পরমাণু অস্ত্রের পরীক্ষার বিষয়ে এই সতর্কবার্তা দেন।
যদি সত্যিই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয় তবে উত্তর কোরিয়াকে সেজন্য ‘দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান।