নিজের ডিভাইস নিজেই সারাইয়ের অধিকার পেতে যাচ্ছেন নিউ ইয়র্কের বাসিন্দারা। হার্ডওয়্যার নির্মাতাদের পণ্য মেরামত নিয়ে স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে দীর্ঘ আইনী লড়াইয়ে বড় জয়ের বার্তা দিচ্ছে মার্কিন অঙ্গরাজ্যটির সিনেটে পাশ হওয়া নতুন একটি বিল।
নিউ ইয়র্কের সিনেটে চলতি মাসের প্রথম সপ্তাহেই পাশ হয়েছে পণ্য মেরামতের অধিকার নিয়ে নতুন বিলটি। প্রস্তাবিত নতুন আইনে ল্যাপটপ, স্মার্টফোনের মতো ডিভাইসের নির্মাতারা হার্ডওয়্যারের ত্রুটি নির্ধারণ এবং সারাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য ক্রেতা এবং স্বাধীন পণ্য মেরামতকারীদের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য থাকবে।
প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা জানিয়েছে, এখন শুধু অপেক্ষা নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের স্বাক্ষরের। গভর্নর স্বাক্ষর করলেই আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে বিলটি। আর গভর্নরের কাছ থেকে কোনো আপত্তির আশঙ্কা করছে না প্রস্তাবিত আইনটির সমর্থক আইফিক্সইটের মতো প্রতিষ্ঠানগুলো।