আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের অভিযানে অনেকটাই এগিয়ে গেছেন জো রুট। নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পারফরম্যান্সে তিনি পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনকে। দুই ধাপ এগিয়ে ইংলিশ ব্যাটসম্যান উঠে গেছেন দুই নম্বরে, শীর্ষে থাকা মার্নাস লাবুশেন এখন তার নাগালেই।
লর্ডসে ইংল্যান্ডকে জয় এনে দেওয়া চতুর্থ ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিতে রুট পেয়েছেন ৩৯ রেটিং পয়েন্ট। ৮৪৩ থেকে এক লাফে পৌঁছে গেছেন তিনি ৮৮২ রেটিং পয়েন্টে। শীর্ষে থাকা লাবুশেনের রেটিং পয়েন্ট ৮৯২।
নিউ জিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে আরও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। রুটের সামনে হাতছানি আবার এক নম্বর হওয়ার। এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তখন লাবুশেনও নামবেন রেটিং পয়েন্ট বাড়ানোর অভিযানে। শীর্ষস্থানের লড়াই তাই জমজমাট থাকবে বলে ধারণা করা যায়।