‘অনার অফ কিংস’ বিশ্ববাজারে আনছে টেনসেন্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৫:৩৯

চীনের বাজারের সবচেয়ে লাভজনক মোবাইল গেইম বিশ্ববাজারে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে চীনা গেইম নির্মাতা টেনসেন্ট। চলতি বছর শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক বাজারে আসছে ‘অনার অফ কিংস’।


মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেইমটি চীনের বাজারে জনপ্রিয়তা ধরে রেখেছে বেশ কয়েক বছর ধরে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে অভিষেকের পর থেকে গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কেবল স্থানীয় বাজার থেকেই গেইমটি কামাই করেছে হাজার কোটি ডলার।


প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্থানীয় বাজারে কঠোর প্রতিযোগিতার মুখে পড়েছে টেনসেন্ট। অন্যদিকে, দেশটির সরকার একের পর এক কঠোর নীতিমালা আরোপ করায় চাপ আরও বেড়েছে।


এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সফল ও লাভজনক মোবাইল গেইমটি মুক্তি দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে শেনজেনভিত্তিক কোম্পানিটি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us