তদন্ত কমিটির সদস্য প্রশিক্ষণে থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
‘আগামী সপ্তাহের মধ্যে’ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম।
এই প্রসূতির ভাষ্য, গত ১৬ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মেয়ের জন্ম হয়। পেটে প্রচণ্ড যন্ত্রণা হওয়ায় ২২ মে পুনরায় অস্ত্রোপচার করে পেটের গজ বের করা হয়।
এই ঘটনা তদন্তে গত ৩১ মে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।