নিষিদ্ধের দুই দশকের বেশি সময় পেরুলেও বাংলাদেশে কমেনি পলিথিনের ব্যবহার। এখনো হাট-বাজার ছেয়ে আছে নিষিদ্ধ পলিথিনে। দূষণ ঘটাচ্ছে পরিবেশের। বর্জ্য ব্যবস্থাপনার জন্যও হয়ে উঠেছে মারাত্মক হুমকির। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছিল পাট থেকে তৈরি পরিবেশবান্ধব ‘সোনালি ব্যাগ’। পলিথিনের মতো দেখতে পচনশীল এই ব্যাগ সুনাম কুড়িয়েছিল দেশ-বিদেশে। তবে দীর্ঘ সময় পেরুলেও আসেনি মানুষের হাতের নাগালে। বিনিয়োগ পেলে এই ব্যাগের বাণিজ্যিক কার্যক্রম শিগগির শুরু করা যাবে বলে মনে করছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।
সংশ্লিষ্টরা জানান, বড় বিনিয়োগ ও গবেষণার খুঁটিনাটি বিষয় বাকি থাকায় এখনো সোনালি ব্যাগ ব্যাপকভাবে উৎপাদনে যেতে পারেনি। প্রয়োজনীয় অধিকাংশ মেশিন চলে আসায় এখন বিনিয়োগকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় কোনো বিনিয়োগ পেলেই বাণিজ্যিক উৎপাদনে যাবে সোনালি ব্যাগ। তখন মানুষের নাগালে আসবে।