পেশাদার চালকদের লাইসেন্স পাওয়ার শর্ত হিসেবে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পর থেকে সংশ্লিষ্টদের সমন্বয়হীনতায় কুষ্টিয়ায় হাজারেরও বেশি ড্রাইভিং লাইসেন্স আটকে আছে।
গত জানুয়ারি থেকে সরকারি আদেশ কার্যকর হলেও জেলায় ডোপ টেস্ট সুবিধা চালু করা যায়নি। এতে হাজারের বেশি পেশাদার চালকসহ পরিবহন সংশ্লিষ্টরা বিপাকে পড়েছেন।
জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. আতিকুল আলম বলেন, ডোপ টেস্ট সনদ না পাওয়ায় পাঁচ মাস ধরে পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও লাভ হয়নি। আবেদন করেও হাজারের বেশি মানুষ প্রায় পাঁচ মাস ধরে ডোপ টেস্টের অপেক্ষায় প্রতিদিন এই দপ্তরে ঘুরছেন।