সব বয়সী মানুষই এখন ব্যবহার করছেন স্মার্টফোন। সারাক্ষণের সঙ্গী এই ডিভাইসটি শুধু দূর দুরান্তে যোগাযোগ করতেই নয়, আরও নানা কাজের ভরসা স্মার্টফোন। তবে সেই ফোন যদি চুরি হলে বা হারিয়ে গেলে ‘সঙ্গীহারা’অবস্থা হয় অনেকের।
এসময় হতাশাগ্রস্ত না হয়ে দ্রুত কয়েকটি কাজ করুন। এতে আপনার ফোন খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে যদি হারানো ফোন নাও পান ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন জেনে নেওয়া যাক যে কাজগুলো করবেন-