শেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১৬:৫২

শেরপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় এমদাদুল হক লালু (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুল হক সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুকসুদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে রোকসানা খাতুনকে বিয়ে করেন এমদাদুল হক। বিয়ের পর রোকসানার বাবা জামাইকে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার দেন। বিয়ের প্রায় পাঁচ বছর পর এমদাদুল হক চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন। পরে যৌতুক দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রোকসানাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন স্বামী এমদাদুল। পরে মুখে বিষ ঢেলে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোকসানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us