প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!