গরম যত তীব্রই হোক, পারিবারিক নিমন্ত্রণ কিংবা বাইরের দাওয়াত থাকলে তো যেতেই হবে। আর দাওয়াতে গেলে একটু সাজগোজ তো করতেই হবে। এই সময় জমকালো নয়, বরং ছিমছাম মেকআপেই বাড়বে সাজের সৌন্দর্য।
এই গরমে নিমন্ত্রণে ‘নো মেকআপ’ মেকআপ লুকই যথাযথ। মেকআপ করতে হবে এমন, দেখলে মনে হবে কোনো মেকআপই করা হয়নি। চেহারায় থাকবে স্নিগ্ধতা আর সজীবতার ছোঁয়া। বলছিলেন জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
এ ধরনের মেকআপের জন্য প্রয়োজন পানিনির্ভর ফাউন্ডেশন, এমনটাই জানালেন তিনি। হালকা কনট্যুর করে সেই লাইনের ওপরে হালকা গোলাপি ব্লাশন দিলেই চেহারায় আসবে গোলাপি আভা। নো মেকআপ লুকের শেষ ধাপ হলো হাইলাইটার ব্যবহার। হালকা মেকআপের পরেও চেহারাকে এটা দেবে উজ্জ্বলতা।