চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে দেশের মানুষ হতবাক। এই দুর্ঘটনার খবর শুরুতে সামান্য মনে করা হলেও সেদিন রাত গড়িয়ে পরদিন আবার রাত পার হয়ে তার পরদিনের সকাল পর্যন্ত নিহত ও আহতদের বীভৎস দৃশ্য এবং মর্মন্তুদ আহাজারি সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে। হাইড্রোজেন পার অক্সাইড নামক কেমিক্যালভর্তি কনটেইনারের বিকট শব্দের বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিপো। এর ২৬ একর এলাকা এখন মৃত্যুপুরী।
আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের প্রাণান্তকর চেষ্টার পর আত্মাহুতির খবর আমাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলছে। অগ্নিনির্বাপকদের পোশাকের পোড়া অংশ সেখানে পড়ে আছে। এই দৃশ্য কি চোখে দেখে সহ্য করা যায়? তবে দুদিন পরও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি।