সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : রুমিন ফারহানা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুন ২০২২, ২১:২০

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। এতগুলো জীবন ঝরে গেছে, কন্টেইনার ডিপোর মালিকের চরম উদাসিনতায়। এদিকে, তদন্তের মাধ্যমে সরকার ওই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।


আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মর্মান্তিক ওই ঘটনা নিয়ে কথা বলেন তারা।


এ সময় রুমিন ফারহানা বলেন, সীতাকুণ্ডের ঘটনা কোন দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। চট্টগ্রামের বিস্ফোরক পরিদপ্তর বলেছে ওই ডিপোতে দাহ্য পদার্থ রাখার বিষয়টি তাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণে বিশেষ ধরনের অবকাঠামো দরকার কিন্তু ওই ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিলো না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us