সোমবার হজে গেলেন ৪০৬ জন

এনটিভি প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৮:২০

বাংলাদেশ থেকে আজ সোমবার ৪০৬ জন হজযাত্রী হজে গিয়েছেন। এ নিয়ে দুদিনে মোট ৮১৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।


গত শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে রোববার প্রথম হজ ফ্লাইটে ৪১০ জন যাত্রী ঢাকা ছেড়েছেন। এদিন সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গেলো ২ বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার সারা বিশ্ব থেকে ১০ লাখ মুসল্লি হজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এবার নির্ধারিত সময়ের অনেক পরে সৌদি আরব সরকার ঘোষণা করে বাংলাদেশে থেকে হজে যাওয়ার সুযোগ দেওয়ার কথা। তবে কমিয়ে দেওয়া হয় হজযাত্রীর কোটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us