চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে আশপাশের গ্রামের ছয়টি পুকুরের পানি শেষ হয়ে গেছে। তবে গত শনিবার রাতে লাগা আগুন আজ সোমবার বেলা দুইটা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এখন ডিপো থেকে ৭০০ মিটার দূরে পাশের গ্রামের একটি বড় পুকুর থেকে পানি সরবরাহ করা হচ্ছে। আশপাশে পানির সংকট তৈরি হওয়ায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের বিশেষ পানিবাহী গাড়িতে করে পানির জোগান দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর থেকে ডিপোর কাছের উৎস কেশবপুর, মোল্লাপাড়া ও লালবেগ গ্রামের ছয়টি পুকুর থেকে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা হচ্ছিল। আজ সকাল থেকে ছোট–বড় ছয়টি পুকুরের পানি শেষ হয়ে যায়। এখন শুধু ডিপো থেকে ৭০০ মিটার দূরের কেশবপুর গ্রামের একটি বড় পুকুর থেকে পানি সরবরাহ করা হচ্ছে।