তিয়ানগং স্পেস স্টেশনের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তিয়ানহে কোর মডিউলে পৌঁছেছেন চীনের তিন নভোচারী। এ স্টেশনটির নির্মাণকাজে সহযোগিতা করতে টানা ছয় মাস মহাকাশেই থাকবেন তারা।
২০২২ সালের মধ্যেই তিয়ানগং স্পেসস্টেশনের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে চীন।
শনিবার সকালে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শেনঝোউ ১৪ রকেট। রোববার সকালে তিয়ানগংয়ের কোর মডিউল তিয়ানহে-তে পৌঁছান চেন ডং, চাই ঝুজি এবং লিউ ইয়াং।