শচীনের রেকর্ডও ভেঙে দিতে পারেন রুট

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৩:৫২

অধিনায়কত্ব ছাড়তেই জো রুট যেন আরও দাপুটে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ের মুখ থেকে ইংল্যান্ডকে টেনে তুলে এনে দিয়েছেন দারুণ এক জয়। দলের জয়ের পথে দ্বিতীয় ইনিংসে রুট খেলেছেন হার না মানা ১১৫ রানের অসাধারণ এক ইনিংস। এই জয়ে সময়ের হিসাবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রুট। 



৯ বছর ১৭১ দিনে ১৪তম ব্যাটার হিসাবে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন রুট। দারুণ ছন্দে থাকা সাবেক এই ইংলিশ অধিনায়ককে দারুণ অর্জনের পর প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মার্ক টেলর মনে করেন রানের দিক থেকে রুট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন। শচীনকে ছাড়িয়ে যেতে হলে অবশ্য এখনো প্রায় ৬ হাজার রান করতে হবে রুটকে। টেস্টে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন শচীনের রান ১৫ হাজার ৯২১। তবে এই রান রুট পেরিয়ে যেতে পারেন জানিয়ে টেলর বলেন, ‘রুটের এখনো অন্তত ৫ বছর বাকি আছে। তাই আমি মনে করি শচীনের রেকর্ড ছোঁয়া সম্ভব।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us