আন্তর্জাতিক মুদ্রা মার্কিন ডলার নিয়ে উভয়সংকটে পড়েছে বাংলাদেশ। কারণ, ডলার দিয়ে মেটাতে হয় সব ধরনের আমদানি দায়। আর ডলার আয় হয় মূলত রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে। তবে ডলার যে আয় হচ্ছে, তা দিয়ে ব্যয় মিটছে না। এতে বেড়ে গেছে ডলারের দাম।
যার প্রভাব পড়েছে আমদানিসহ সব ধরনের পণ্যের দামে। গত এক দশকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়েও দিতে পারছে না, আবার মূল্যমান ধরেও রাখতে পারছে না।
প্রশ্ন উঠেছে মুদ্রার মান নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি ও কৌশল নিয়ে। কারণ, টাকার মান ধরে রাখতে গিয়ে সংকট আরও তীব্র হয়েছে। এতে কমে গেছে বৈধ পথে প্রবাসী আয়। অবশেষে কৌশল বদলে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে ডলারের দাম নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক।