চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরের সীতাকুণ্ড যে রাতের আঁধার ভেদ করে অগ্নিকুণ্ডে পরিণত হবে, তা ওই এলাকার কেউ ক্ষুণাক্ষরেও ভাবেনি। দুর্ঘটনা কখনো বলেকয়ে আসেনা।
দুর্ঘটনা আকস্মিকই ঘটে। তবে পরিকল্পিত দুর্ঘটনাও হয় না, তা নয়। সাবোটাজ বা অন্তর্ঘাত বলে একটি কথা আছে। শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে কীভাবে আগুন লাগে, তার কারণ এই সম্পাদকীয় লেখার সময় পর্যন্ত জানা যায়নি। কিন্তু ৪৯ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, গুরুতর আহত অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের সংখ্যা চার শতাধিক।