চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা সেনটেক্স নীটওয়্যার লিমিটেড আমেরিকা ও কানাডায় রপ্তানির জন্য ২৯ হাজার পিস জ্যাকেট পাঠিয়েছিল বিএম কনটেইনার ডিপোতে। সাড়ে ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য চালানটি জাহাজীকরণের জন্য বিএম কনটেইনার ডিপোতে অপেক্ষা করছিল।
৪ জুন রাতে কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে যায় ডিপোতে থাকা কনটেইনার। এত টাকার পণ্যগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন সেনটেক্স নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থানা পরিচালক একেএম মোহাম্মদ আলমগীর।
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোটিতে আগুন লাগার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীও। রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন।