একদাশ জাতীয় সংসদের অষ্টাদশ তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। তাঁরা হলেন শাসমুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।