লিচু দিয়ে তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১৬:১১

গরম আসতেই বাজার ভরে উঠেছে বাহারি ফলে। আম, কাঁঠাল, তরমুজ, লিচুসহ বাহারি ফল এখন বাজারে সহজলভ্য। এখনই সময় বাহারি ফল দিয়ে মুখোরোচক সব পদ তৈরি করে খাওয়ার। গরমে আইসক্রিম খেতে তো সবাই পছন্দ করেন। চাইলে এ সময় তৈরি করতে পারেন লিচুর আইসক্রিম।


ছোট-বড় সবারই একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি- উপকরণ ১. বীজ ছাড়ানো লিচু ১ কাপ২. গুঁড়া দুধ ১ কাপ৩. ভুট্টার আটা ৩/৪ টেবিল চামচ৪. দুধ ৩ কাপ ৫. চিনি আধা কাপ ও৬. ফ্রেশ ক্রিম আধা কাপ। পদ্ধতি প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ১ কাপ তরল দুধ ও ভুট্টার ময়দা মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশ্রণটি ফেটাতে হবে। এবার একটি প্যানে অবশিষ্ট দুধ যোগ ও চিনি মিশিয়ে নিন। ফুটাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন। প্যানে ভুট্টার ময়দার মিশ্রণ ঢেলে দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us