প্রতারণার অভিযোগে গত মে মাসে হবু স্বামীকে গ্রেপ্তার করে আলোচনায় আসেন আসাম পুলিশের কর্মকর্তা জুনমনি রাভা। সেই রাভা এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জুনমনি রাভা ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলা পুলিশের উপপরিদর্শক। দুই দিন জিজ্ঞাসাবাদের পর গতকাল শনিবার তিনি গ্রেপ্তার হন। মাজুলি জেলার একটি আদালত জুনমনি রাভাকে দুই সপ্তাহ বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দুই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করেছেন, জুনমনি রাভার হবু স্বামী রানা পোগাগের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে চুক্তি করেছিলেন তাঁরা। জুনমনি রাভা যখন মাজুলি জেলায় কর্মরত, তখন রানা পোগাগের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন তিনি। এরপর হয় চুক্তি। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই ঠিকাদার।