‘এই মুহূর্তে’ তিন সময়ের তিন পরিচালক

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১৩:১২

তিন সময়কার তিন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা তাঁরা। পর্দায় সবার গল্প বলার ভঙ্গিও আলাদা। তবে সবাই যে যাঁর কাজ দিয়ে নিজেদের জাত চিনিয়েছেন। এই তিন নির্মাতাকে একসঙ্গে পাওয়া প্রায় অসম্ভবই বলা যায়। এ অসম্ভবকে সম্ভব করার কাজটি করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনিই আইডিয়া ভাগাভাগি করেছেন আরেক সহকর্মী পিপলু আর খানের সঙ্গে। সব ব্যাটে-বলে মিলে যাওয়ায় তৈরি হয়েছে তিন পরিচালকের নতুন প্রজেক্ট ‘এই মুহূর্তে’। সমসাময়িক অভিন্ন তিনটি গল্পের অ্যান্থলজি সিনেমাটি তৈরি হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য।


শুরুতে গল্পের আইডিয়া নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলেন মেজবাউর রহমান সুমন। মাথায় ছিল তিন সময়ের গল্প। এর মধ্যে মনে পড়ল আরেক পরিচালক পিপলু আর খানের কথা। সুমনের অনেক দিনের পরিচিত পিপলু। করোনার মধ্যেই তাঁর সঙ্গে আইডিয়া ভাগাভাগি করেন। তিনি পছন্দ করলেন। পেশাগত দিক থেকে সুমনের অনেক সিনিয়র পিপলু। তাঁরা ভেবে দেখলেন, এই প্রজেক্টে তাঁদের জুনিয়র একজনকে নিলে কেমন হয়? ব্যস, যেমন ভাবা তেমন কাজ। প্রজেক্টে যোগ হলেন আবরার আতহার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us