সাধারণ ও বেশি পোড়ায় আমাদের করণীয়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০৯:৪৫

আগুনে পুড়ে প্রাণহানি ও অর্থ-সম্পদের ক্ষয়ক্ষতির কথা প্রায় শুনতে পাওয়া যায়। আগুনে পুড়ে শারীরিক ক্ষতিও হয় ব্যাপক। আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেকেই জানেনই না যে আগুনে পুড়ে গেলে তৎক্ষণাৎ কী করা জরুরি।  
সচেতনতা বাড়াতে আমাদের সবারই জানা থাকা জরুরি যে সাধারণ ও বেশি পোড়ায় আমাদের কী করণীয়। এই বিষয়ে সঠিক ধারণা দিয়েছেন ডা. রাজিবুল ইসলাম। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত- 


সাধারণ পোড়ায় করণীয়


সাধারণত ত্বকের ওপরের স্তর বা এপিডার্মিস পুড়ে গেলে তাকে মাইনর বা ফার্স্ট ডিগ্রি বার্ন বলে। এপিডার্মিসের নিচের স্তর ডার্মিসের অংশবিশেষ পুড়লে একে সেকেন্ড ডিগ্রি বার্ন বলে। এ রকম পোড়া তিন ইঞ্চির বেশি না হলে তাকে মাইনর বার্নের শ্রেণিভুক্ত হিসেবে ধরে নেয়া যেতে পারে। এক্ষেত্রে ত্বকের ওপরের ভাগ লাল হয়, ফুলে যায় কিংবা ফোসকা পড়ে। তীব্র জ্বালা বা ব্যথাও হয়। এ সময় করণীয় হলো—


>>  প্রথমেই পোড়া স্থানে ১০-১৫ মিনিট অথবা ব্যথা থাকলে আরো বেশি সময় ধরে ঠান্ডা পানি ঢালুন।


>> আংটি অথবা শরীরের সঙ্গে টাইট হয়ে লেগে রয়েছে, এমন দ্রব্য খুলে ফেলুন।


>> শরীরে ফোসকা পড়ে গেলে গলাবেন না।


>> আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল, ময়েশ্চারাইজার লাগানো যাবে। সরাসরি কোনো ব্যথানাশক, বরফ, তুলা, ডিম, টুথপেস্ট লাগাবেন না। এতে বরং সংক্রমণের ঝুঁকি থাকে।


>> ব্যথার জন্য প্যারাসিটামল ও টিটেনাসের প্রতিষেধক ইনজেকশন দেওয়া যেতে পারে।


>> প্রাথমিক চিকিৎসার পর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। নিজে কোনো মলম বা ক্রিম লাগাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us